যুক্তরাজ্যে আজ সাধারণ নির্বাচন: লড়ছেন ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী
বাংলা পত্রিকা ডেস্ক প্রকাশিত: ৩ জুলাই ২০২৪, ১৭:০৭
যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এবারের নির্বাচনে ১৪ বছর পর লেবার পার্টির ক্ষমতায় ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ বাংলাদেশি বংশোদ্ভূত রেকর্ড ৩৪ প্রার্থী অংশ নিচ্ছেন।
বিবিসি জানিয়েছে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড মিলে যুক্তরাজ্যের ৬৫০টি সংসদীয় আসনে সাড়ে ৪ কোটি ভোটারের রায় নিতে এবার নির্বাচনে লড়ছেন সাড়ে ৪ হাজার প্রার্থী। এর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রয়েছেন ৩৪ জন, যাদের মধ্যে চারজন শেষ সংসদে এমপি ছিলেন। এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ ১৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ভোটে লড়েছিলেন।
এবার বিরোধী দল লেবার পার্টি থেকে ৮ জন, ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে ৬ জন, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে লড়ছেন। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১১ জন ব্রিটিশ বাংলাদেশি। এসব প্রার্থীকে ঘিরে যুক্তরাজ্যের ১০ লাখ ব্রিটিশ-বাংলাদেশির মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সংসদ সদস্য হিসেবে হ্যাটট্রিক জয় পেতে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবার লড়ছেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে। ২০১৫ এবং ২০১৯ সালে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন টিউলিপ। লেবার পার্টি ক্ষমতায় আসলে টিউলিপ বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ মন্ত্রী হয়ে ইতিহাস গড়তে পারেন।
অর্থনীতিসহ নানা সংকট উতরাতে আগামী পাঁচ বছরের জন্য নেতৃত্ব বেছে নিতে যাচ্ছে যুক্তরাজ্য। নির্বাচনে যুক্তরাজ্যের রাজনীতিতে পালাবদলের ইঙ্গিত আসছে। জরিপ ফলাফল বলছে, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার ক্ষমতায় ফিরছে লেবার পার্টি।
লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ জন
যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে রেকর্ড ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ২ এবং বিরোধী লেবার পার্টি ৮ জন প্রার্থী রয়েছেন। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে একাধিক প্রার্থী জয়ের পর মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।
রাত পোহালেই যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন। ৬৫০টি আসনে লড়বেন ৯৮টি দলের ৪ হাজার ৫১৫ জন প্রার্থী। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী। যার মধ্যে নারী ৬ জন।যুক্তরাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টি মনোনয়ন পেয়েছেন ১০ জন। স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন।
বিরোধী লেবার পার্টির ৮ প্রার্থীর মধ্যে চারজন বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা হলেন যুক্তরাজ্যের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী, রুপা হক, আফসানা বেগম এবং বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক।লেবার পার্টির এবার জয় পেলে বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের কেউ মন্ত্রিসভাতেও স্থান পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ক্ষমতাসীন সুনাকের দল কনজারভেটিভ পার্টি থেকে লড়ছেন আতিক রহমান এবং সৈয়দ সাইদুজ্জামান। ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে টিকেট পেয়েছেন ৬ জন। গ্রিন পার্টির হয়ে লড়ছেন ৩ জন।
এছাড়া রিফর্ম পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস, স্কটিশ ন্যাশনালিস্ট এবং সোশ্যালিস্ট পার্টি থেকে ১ জন করে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হয়েছেন।বাংলাদেশিরা সবচেয়ে বেশি প্রার্থী হয়েছেন ইলফোর্ড সাউথ আসন থেকে। সেখানে ৮ প্রার্থীর মধ্যে ৫ জনই বাংলাদেশি।
জনমত জরিপ বলছে, ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি হারিয়ে ১৪ বছর পর ক্ষমতায় আসতে পারে বিরোধী লেবার পার্টি। তবে পিছিয়ে থাকলেও জয় নিয়ে আত্মবিশ্বাসী ঋষি।