ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পদক পাওয়ায় রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নাগরিক সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে ‘আছো আকাশ পানে তুলে মাথা’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘তরঙ্গ বিনোদন ইনক’, সহযোগিতায় ছিল ‘পণ্ডিত কিষাণ মহারাজ তাল তরঙ্গ ইন্সটিটিউট’।এতে অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা, নিউ ইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান ও আবাসন ব্যবসায়ী নুরুল আজিম।
সংবর্ধনা পেয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, “এই সম্মানটা আমাদের সবার অর্জন। কারণ এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিচর্চাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সম্মান জানানো হয়েছে। দ্বিতীয়ত রবীন্দ্রনাথের গানের গায়িকা হিসেবে আমাকে সম্মান জানানোর অর্থ হচ্ছে রবীন্দ্রনাথকেই সম্মান জানানো।”এর আগে অনুষ্ঠান শুরু হয় তবলায় আবহ সঙ্গীতের মাধ্যমে। এতে তপন মোদকের নেতৃত্বে ‘তাল তরঙ্গ ইন্সটিটিউটের ১৫ শিশু-কিশোর বাদক অংশ নেন যারা যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাঙালি প্রজন্ম।
তারপর রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠিত ‘সুরের ধারা’র ৭ শিল্পী সমবেত কণ্ঠে পাঁচটি গান পরিবেশন করেন। এতে অংশ নেওয়া শিল্পীরা হলেন- সুপর্ণা বসু, মাহবুবা রহমান মিলু, ফারিহা আনোয়ার তুষি, ইলমা কায়সার, নামিরা নূজহাত, কাকলি মন্ডল ও পূর্বা মুখার্জি।
সংবর্ধনা সমাবেশে আরও উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, খালেদুজ্জামান প্রদীপ, খলিলুর রহমান ও বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সবিতা দাস।