বাংলা পত্রিকা ডেস্ক প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪, ১৫:০৪
বিশ্বের অতিধনী মানুষের সংখ্যা প্রতিবছরই বাড়ছে। ২০২৩ সালের সম্পদের নিরিখে বিশ্বে অতিধনী মানুষের সংখ্যা এখন ছয় লাখের বেশি। অর্থাৎ ছয় লাখের বেশি মানুষের ৩০ মিলিয়ন বা তিন কোটি ডলারের বেশি সম্পদ আছে। সে বছর অতিধনী মানুষের সংখ্যা বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। নাইট ফ্র্যাংক ওয়েল রিপোর্ট ২০২৪-এর নিরিখে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট বিশ্বের অতিধনী মানুষেরা কোন কোন দেশে বসবাস করছে তার একটি তালিকা প্রণয়ন করেছে।
কিন্তু এই তালিকার উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বের যেসব দেশ এখন ধনীদের কাছে খুবই সমাদৃত, অর্থাৎ তাঁরা এখন যেসব দেশে বসবাস করতে হুমড়ি খেয়ে পড়ছেন, সেই সব দেশে প্রকৃত অর্থে কত ধনী বসবাস করছেন, তার হিসাব নেই। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ ধনীদের কাছে খুবই আকর্ষণীয় হলেও ঠিক জানা যায় না, সেখানে কত ধনীর বসবাস। সে জন্য তালিকায় আরব আমিরাত, সৌদি আরব ও বেলজিয়ামের মতো দেশের উল্লেখ নেই।
বিশ্বের সবচেয়ে ধনী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। স্বাভাবিকভাবে সে দেশেই বিশ্বের সবচেয়ে ধনী মানুষের বসবাস। দেশটিতে বসবাসরত অতিধনীর সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৭৭। গত এক বছরে এই দেশে অতিধনীর সংখ্যা বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ। ফলে বিশ্বের ৩৫ দশমিক ৯ শতাংশ অতিধনীর বসবাস এখন মার্কিন যুক্তরাষ্ট্রে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পরই চীনের অবস্থা; সে দেশে বসবাসরত অতিধনীর সংখ্যা ৯৮ হাজার ৫৫১। গত এক বছরে চীনে এই শ্রেণির মানুষ বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ; বিশ্বের অতিধনীদের মোট ১৫ দশমিক ৭ শতাংশের বসবাস চীনে। অর্থাৎ এই হিসাবে দেখা যাচ্ছে, বিশ্বের ৫০ শতাংশের বেশি অতিধনীর বসবাস এই দুই দেশে।
চীনের পরের অবস্থান জার্মানির। ইউরোপের এই দেশে ২৯ হাজার ২১ জন অতিধনীর বসবাস। বিশ্বের মোট অতিধনীর ৪ দশমিক ৬ শতাংশের বসবাস এই দেশে। কানাডার স্থান চতুর্থ। উত্তর আমেরিকার এই দেশে ২৭ হাজার ৯২৮ জন অতিধনীর বসবাস। বিশ্বের মোট ৪ দশমিক ৫ শতাংশ অতিধনীর বসবাস এই দেশে।
পঞ্চম স্থানে আছে ফ্রান্স। ইউরোপের এই দেশে অতিধনীর সংখ্যা ২৪ হাজার ৯৪১ জন। বিশ্বের মোট অতিধনীর মধ্যে ৪ শতাংশের বসবাস এই দেশে। ষষ্ঠ থেকে ১০ম স্থানে আছে যথাক্রমে যুক্তরাজ্য, জাপান, ইতালি, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড। ভারতের অবস্থান একাদশ।
যুক্তরাজ্যে অতিধনীর সংখ্য ২৩ হাজার ৭২, জাপানে ২১ হাজার ৭১০, ইতালিতে ১৫ হাজার ৯৫২, অস্ট্রেলিয়ায় ১৫ হাজার ৩৪৭ ও সুইজারল্যান্ডে ১৪ হাজার ৭৩৪। একাদশ স্থানে থাকা ভারতে আছেন ১৩ হাজার ২৬৩ জন অতিধনী।
আঞ্চলিক পরিসংখ্যানে দেখা যায়, উত্তর আমেরিকায় অতিধনীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৬৬, এশিয়ায় ১ লাখ ৬৫ হাজার ৪৪২, ইউরোপে ১ লাখ ৫৫ হাজার ২৩২, মধ্যপ্রাচ্যে ১৮ হাজার ৭৯০, ওশেনিয়া অঞ্চলে ১৭ হাজার ৯৩৪, দক্ষিণ আমেরিকায় ১৩ হাজার ১৫৯ ও আফ্রিকায় ২ হাজার ৯৯৬।
২০২৩ সালে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বিশ্ব অর্থনীতি ভালো করেছে। মন্দার যে আশঙ্কা ছিল, তা শেষমেশ আর হয়নি। ফলে ধনী ও অতিধনীর সংখ্যা বেড়েছে।