ব্রেকিং নিউজ
  • বাংলাদেশ প্রসঙ্গে যা আলাপ হলো বাইডেন-মোদির

ইমিগ্রেশন ও আপনি

বাংলা পত্রিকা ডেস্ক:
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৯
...
ইমিগ্রেশন ও আপনি বিভাগ থেকে আপনাদের সবার জন্য রইলো আমাদের ইউনাইটেড স্টেটস অব আমেরিকার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আপনাদের মঙ্গলকর জীবন আমাদের কাম্য। আর তাই ইমিগ্রেশন বিষয়ে যেকোন প্রয়োজনে আমরা আপনাদের সাহায্যের জন্য প্রস্তুত। এই বিভাগ আপনাদের জন্য। এ কারণে এই বিভাগের মাধ্যমে আপনারা এতটুকু উপকৃত হলে আমরা আনন্দিত হবো। প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও আপনাদের পাঠানো চিঠিগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনাদের পাঠানো চিঠি থেকে পর্যায়ক্রমে আমরা তার উত্তর দিয়ে থাকি।
সেপ্টেম্বর ২০২৪ ভিসা বুলেটিন:
ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট (ডিওএস) সেপ্টেম্বর ২০১৪ এর ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নিচে পারিবারিক ভিত্তিতে ২০২৪-এর ভিসা বুলেটিন এর প্রাপ্যতা উল্লেখ করা হলো:
উল্লেখ্য যে, ফাইনাল এ্যাকশন ডেট হচ্ছে সেই ডেট যখন ইউএসসিআইএস/ডিওএস তাদের চুড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তারপর আপনার প্রায়োরিটি তারিখ হবে তার পূর্বে। সেপ্টেম্বর ২০২৪ এর পারিবারিক ভিত্তিতে ভিসা ক্যাটাগরিতে তেমন কোন অগ্রগতি দেখা যাচ্ছে না।
ফ্যামিলি স্পন্সর অগ্রাধিকার
প্রথম: (এফ-১) ইউএস সিটিজেনদের অবিবাহিত পুত্রকন্যা: অক্টোবর ২২, ২০১৫।
দ্বিতীয়: পার্মানেন্ট রেসিডেন্টদের স্পাউস (স্বামী/স্ত্রী), সন্তান এবং অবিবাহিত পুত্র কন্যা।
এ. (এফ ২ এ): পার্মানেন্ট রেসিডেন্টদের স্পাউস (স্বামী/স্ত্রী) এবং ২১ নিম্ন বয়সী সন্তান: নভেম্বর ১৫, ২০২১।
বি. (এফ ২বি): পার্মানেন্ট রেসিডেন্টদের অবিবাহিত পুত্রকন্যা ২১ নিম্ন বা তদুর্দ্ধ বয়সী: মে ০১, ২০১৬।
তৃতীয়: (এফ ৩) ইউএস সিটিজেনদের বিবাহিত পুত্রকন্যা: এপ্রিল ০১, ২০১০।
চতুর্থ: (এফ ৪) প্রাপ্ত বয়স্ক ইউএস সিটিজেনদের ভাই-বোন: আগস্ট ০১, ২০০৭।
এ বিষয়ে বিস্তারিত জানতে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইট ভিজিট করুন।
ভিসা বুলেটিনে দ্বৈত চার্ট ব্যবস্থা :
গত কয়েক বছর ধরে ইউএস স্টেট ডিপার্টমেন্ট পরিবার ভিত্তিক (এফবি) এবং চাকুরী ভিত্তিক (ইবি) ক্যাটাগরিতে দুটি চার্ট প্রকাশ করে থাকে। একটি চার্ট ফাইনাল এ্যাকশন হিসেবে ব্যবহৃত হচ্ছে (সাধারণত প্রথম চার্টকে চার্ট এ বলা হয়)। এই চার্টটিতে একজন আবেদনকারীর গ্রিন কার্ড অথবা প্রকৃতপক্ষে কখন অনুমোদন লাভ করতে পারে তার ইঙ্গিত পাওয়া যায়। আর দ্বিতীয় চার্টটি হয় ন্যাশনাল ভিসা সেন্টারে সাক্ষাৎকারের জন্য চূড়ান্তভাবে কাগজপত্র ফাইল করার পক্ষে (এই চার্টটিকে সাধারণত চার্ট বি বলা হয়)।
প্রকৃতপক্ষে এটাই আসল তারিখ যখন ইমিগ্রান্ট ভিসা আবেদনকারীদের ন্যাশনাল ভিসা সেন্টার বা কনস্যুলেটর ভিসা প্রক্রিয়ার জন্য সকল কাগজপত্র জমা দিতে বলা হয়। সুতরাং ফাইলটি এ্যাকশন চার্টে দেয়ার অগ্রাধিকার হচ্ছে আসল তারিখ ইমিগ্রান্ট ভিসা বা গ্রীন কার্ডের অনুমোদন করার। চার্ট বি ভিসা আবেদনের ফাইল ফাইনাল করার ইঙ্গিত দেয়। ভ্রান্তি দূর করার লক্ষ্যে আমরা সাধারণত কেবল চার্ট এ অর্থাৎ ফাইনাল এ্যাকশন ডেট ফর ফ্যামিলি স্পন্সারড অগ্রাধিকার কেসগুলো প্রকাশ হয়ে থাকে।
ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েব সাইটে প্রতিমাসে ফ্যামিলি ভিত্তিক এবং চাকুরী ভিত্তিক অগ্রাধিকার উভয় চার্টই প্রকাশ করে থাকে। বিস্তারিত জানার জন্য তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
আপনাদের জানতে চাওয়ার প্রেক্ষিতে ভিসা বুলেটিনে দ্বৈত চার্ট ব্যবস্থা সম্পর্কে উল্লেখ করা হল। কারণ বিষয়টি সম্পর্কে প্রায়ই আপনাদের চিঠি পেয়ে থাকি।
নিউইয়র্ক থেকে এম খানের প্রশ্ন:
আমি একজন গ্রিনকার্ড ধারী। আমার স্বামী একজন ইউএস সিটিজেন। আমার স্বামীর করা আবেদনে আমি গ্রীন কার্ড পেয়েছি, কিন্তু আমি যে গ্রীন কার্ড পেয়েছি সেই গ্রীন কার্ডটি দুই বছর মেয়াদের। আমার ওই গ্রীন কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। আমাকে আবার গ্রিনকার্ড এর জন্য আবেদন করতে হবে। আমি জানিনা আমাকে কেন আবার গ্রীনকার্ড এর জন্য আবেদন করতে হবে? এ ব্যাপারে আপনার পরামর্শের অপেক্ষায় রইলাম। পরামর্শ পেলে উপকৃত হব এবং কৃতজ্ঞ থাকব।
এম খানের প্রশ্নের উত্তর:
আপনার এই প্রশ্নের মত প্রশ্ন আমরা প্রায়সই পেয়ে থাকি। সে কারণে আপনার জন্য আমাদের প্রথম পরামর্শ হচ্ছে আপনারা নিয়মিত আমাদের এই বিভাগের প্রশ্ন এবং উত্তর পড়ুন আর ইমিগ্রেশন বিষয়ে আপনার প্রশ্নের মত প্রশ্নের উত্তর জেনে নিন। বিয়ের ভিত্তিতে গ্রিন কার্ড পেলে তখন দুই বছরের জন্যে কন্ডিশনাল গ্রিনকার্ড ইস্যু করা হয়। এই কন্ডিশনাল গ্রিনকার্ডধারী হচ্ছেন আপনার স্ত্রী। যিনি আপনাদের বিয়ের দুই বছর পূর্ণ না হতেই তার গ্রীন কার্ড পেয়েছিলেন। পরিষ্কারভাবে উল্লেখ করা যায় যে আপনাদের বিয়ের দুই বছর পূর্ণ না হতেই যদি আপনার স্ত্রী গ্রিন কার্ড পেয়ে থাকেন তবে সেই গ্রীন কার্ড হচ্ছে কন্ডিশনাল গ্রীন কার্ড।
ইমিগ্রেশন নিয়ম অনুযায়ী কন্ডিশনাল গ্রিনকার্ডের মেয়াদ শেষ হবার আগেই ইমিগ্রেশনে ওই কন্ডিশন রিমুভ করার জন্য এবং পার্মানেন্ট গ্রীনকার্ড ইস্যু করার জন্য আবেদন করতে হয়। এ কারণে আপনার স্ত্রীকে তার কন্ডিশনাল গ্রীনকার্ড এর মেয়াদ শেষ হলে তার কন্ডিশন রিমুভ করার জন্য আবেদন করতে হবে।
উল্লেখ্য যে, এই পার্মানেন্ট গ্রিনকার্ডের মেয়াদ ১০ বছর পর্যন্ত বহাল থাকে। পার্মানেন্ট গ্রিনকার্ড ইস্যু করার জন্য ফরম আই-৭৫১ ফর্ম পূরণ করে আবেদন করতে হয়। সেই সাথে দুই বছর থেকে যে আপনার সাথে বসবাস করছেন তার প্রমাণ। বাচ্চা থাকলে তার বার্থ সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, যৌথ ব্যাংক স্টেটমেন্ট এবং পরিবারের ছবি সংযোগ করে দেবেন। কন্ডিশনাল গ্রিন কার্ডের মেয়াদ শেষ হবার আগেই রিমুভাল এর জন্য আবেদন পৌঁছাতে হবে। ঠিক সময়ে ফাইল না করলে অপারগতার জন্য সঠিক যুক্তি দেখাতে পারলে ইমিগ্রেশন এটা গ্রহণ করতে পারে। যদিও সিটিজেনের স্পাউস হিসেবে গ্রিনকার্ড পাবার তিন বছর পর সিটিজেনশিপের জন্য আবেদন করা যায়। এ ব্যাপারে প্রয়োজন বোধে একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে আলোচনা করতে পারেন।
ইমিগ্রেশন বিষয়ে যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ২২৫ ব্রডওয়ে (৩৮ তলা), নিউইয়র্ক ১০০০৭।
ফোন: ২১২-৫১৩-৭৪৭৪ ফ্যাক্স: ৯১৪-৪৬২-৩৯৯০ ই-মেইল: kazmiandreeves@gmail.com

এ লিখে ই-মেইল করলে অবশ্যই ‘বাংলা পত্রিকার জন্য’ কথাটি উল্লেখ করবেন।
অনুবাদ: হুসনে এ. বেগম।

সর্বশেষ