ব্রেকিং নিউজ
  • বাংলাদেশ প্রসঙ্গে যা আলাপ হলো বাইডেন-মোদির

সাবেক গভর্নর কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির নতুন মামলা


প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩, ০১:১১
...
নিউইয়র্কের সাবেক গভর্ন অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে আবারও একটি যৌন হয়রানির মামলা দায়ের হয়েছে। এবারও সাবেক এক নারী সহযোগী কুমোর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। গভর্নরের দায়িত্ব পালন কালে কুমো তার নির্বাহী সহরকারী ব্রিটানি কোমিসোকে যৌন হয়রানি করেন বলেন অভিযোগটি এসেছে।

স্টেট সুপ্রিম কোর্টে মামলাটি ঠুকেছেন ব্রিটানি। অ্যাডাল্ট সারভাইভরস অ্যাক্ট নামের একটি আইনের কার্যকারিতা শেষ হয়ে যাওয়ার ঠিক আগ মূহূর্তে মামলাটি দায়ের করা হলো। তিন পৃষ্ঠার একটি বর্ণনাসহকারে মামলাটি দায়ের হয়। বিশেষ এই আইনটি বিলুপ্ত ঘোষণার আগে এক বছর সময় দেওয়া হয়েছিলো যাতে কেউ তাদের সঙ্গে কোনো ধরনের যৌন নিপীড়নের ঘটনা ঘটলে তার বিচার চেয়ে আদালতের শরণাপন্ন হতে পারে।

ব্রিটানি কোমিসো হলেন ১১তম নারী যিনি নিউইয়র্কের সাবেক এই গভর্নরের বিরুদ্ধে যৌন হয়রানিমূলক মামলা দায়ের করলেন। ২০২১ সালে হ্যাশট্যাগ মিটু এর আন্দোল শুরুর পর থেকে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর ঘটানো এসব ঘটনা সামনে আসতে থাকে।

যদিও সবগুলো অভিযোগই অস্বীকার করে আসছেন অ্যান্ড্রু কুমো।

ব্রিটানি তার মামলায় অভিযোগ করেছেন কুমো তার ওপর যৌন হয়রানি, অযাচিত স্পর্শ এসব করেছেন। আর সে সময় এ নিয়ে অভিযোগ করে তিনি নিজে উল্টো শাস্তির শিকার হয়েছেন।

ব্রিটানি কোমিসো তার এই মামলায় ক্ষতিপূরণ হিসেবে অর্থ দাবি করেছেন।

সর্বশেষ