ব্রেকিং নিউজ
  • বাংলাদেশ প্রসঙ্গে যা আলাপ হলো বাইডেন-মোদির

আপনি জানেন কি? সিটি মিটার পার্কিং রেট বাড়ছে ২০%


প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯
...
নিউইয়র্ক সিটিতে বসবাস ক্রমেই আরও ব্যয়বহুল হয়ে উঠছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতো চলছেই। এর মধ্যে বেড়েছে পরিবহন ব্যয়। সবশেষ যে ব্যয়ের খাড়া নেমে এলো নিউইয়র্কারদের ওপর তা হচ্ছে মিটার পার্কিংয়ের খরচ। পার্কিং রেট ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হবে এই অক্টোবরেই। আর এই বৃদ্ধি রোলিংয়ের ভিত্তিতে কার্যকর হবে। স্থান, চাহিদা ও পার্কিংয়ের সময় ও মেয়াদ ধরে নির্ধারিত হবে এই বৃদ্ধির হার। মিডটাউন ও ম্যানহাটান হয়ে উঠবে সবচেয়ে ব্যয়বহুল।

১৬ অক্টোবর থেকে ম্যানহাটনে বর্ধিত পার্কিং রেট কার্যকর করা হচ্ছে। এরপর একে একে তা কার্যকর করা হবে কুইনস, ব্রুকলিন, ব্রঙ্কস ও স্যাটান আয়ল্যান্ডে।

নতুন রেট চালু হলে প্রথম ঘণ্টার পার্কিং খরচ হবে ৫.৫০ ডলার। যা আগের তুলনায় ২২ শতাংশ বেশি। আর দ্বিতীয় ঘণ্টায় তা বেড়ে দাঁড়াবে ৯ ডলার। যা আগের তুলনায় বাড়বে ২০ শতাংশ। ৯৬ স্ট্রিটের দক্ষিণে কোনো প্যাসেঞ্জার কার পার্ক করার খরচ আগের চেয়ে ১ ডলার বাড়বে। আর ১ ঘণ্টা পার হয়ে গেলে পরবর্তী প্রতি ঘণ্টার জন্য এই খরচ বেড়ে যাবে ১.৫০ ডলারে। ৯৬ স্ট্রিটের উত্তরের সড়কগুলোতে পার্কিং ফি নেইবারহুডের ওপর ভিত্তিক করে বাড়ানো হবে।

নগরের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন আশা করছে, এই বাড়তি চার্জের মাধ্যমে উচ্চ চাহিদার স্থানগুলোতে পার্কিং সহজলভ্য হবে। ম্যানহাটানের বাইরে ডাউনটাউন ব্রুকলিন ও ফ্লাশিংয়ের মতো বিজনেস ডিস্ট্রিক্টগুলোতে পার্কিং খরচ দাঁড়াবে প্রথম ঘণ্টায় ২.৫০ ডলার এবং দ্বিতীয় ঘণ্টায় ৫ ডলার। আশেপাশের রিটেইল ডিস্ট্রিক্টগুলো, যেমন স্ট্যাটান আয়ল্যান্ড, ব্রঙ্কসের দক্ষিণভাগ এসব এলাকায় পার্কিং প্রথম ঘণ্টায় ২ ডলার এবং দ্বিতীয় ঘণ্টায় ৩ ডলার করে চার্জ করা হবে।

আর মিটার বসানো লোকেশনগুলোয় প্রথম ঘণ্টায় ১.৫০ ডলার এবং দ্বিতীয় ঘণ্টায় ২.৫০ ডলার গুনতে হবে।

সর্বশেষ