ব্রেকিং নিউজ
  • বাংলাদেশ প্রসঙ্গে যা আলাপ হলো বাইডেন-মোদির

সিলেট সদর থানা এসোসিয়েশনের নতুন কমিটির শপথ, বন্যার্তদের সাহায্যে ১৬ লাখ টাকা বিতরণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২২, ২৩:০৭
...
অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিক ইনক এর ২০২২-২০২৪ সালের নবগঠিত কার্যকরী পরিষদ। সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারনে ‘জাকজমক’ অভিষেক অনুষ্ঠান স্থগিত করে অনুষ্ঠানের সমুদয় অর্থ বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত হয়। ফলে আয়োজন করা হয় অনাড়ম্বর শপথ অনুষ্ঠান।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস্থ জুইস সেন্টারে গত ২৭ জুন সোমবার আয়োজিত শপথ গ্রহন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক মাহবুবুর রহমান। অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তাদেও শপথ বাক্য পাঠ করান এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা ও বিদায়ী আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহাদৎ মজুমদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সংগঠনের প্রধান উপদেষ্টা সুফিয়ান খান, উপদেষ্টা হাসান চৌধুরী মাসুম, ইফজা চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ফকু চৌধুরী, ইভেন্ট কমিটির আহ্বায়ক শাহাদাৎ মজুমদার, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শাহজাহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সংগঠক জুয়েল চৌধুরী।

অভিষিক্তরা হলেন: সভাপতি- অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, সহ সভাপতি- আমিনুল ইসলাম নাসিম ও জুবায়ের চৌধুরী শাহীন, সাধারণ সম্পাদক- দুরুদ মিয়া রনেল, যুগ্ম সাধারণ সম্পাদক- আব্দুল ওয়াদুদ ও মেহরাজ ফাহমী, সাংগঠনিক সম্পাদক- মিনহাজ চৌধুরী, কোষাধ্যক্ষ- রাজীব খান, প্রচার সম্পাদক- হিমেল চৌধুরী সোহেল, দপ্তর সম্পাদক- সুবিন পুরকায়স্থ, আইন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- জয় দেব জয়, সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক- জাকির হোসাইন, ক্রীড়া সম্পাদক- সারওয়ার চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা- সেলিনা উদ্দিন, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা- ডালিয়া সারওয়ার, কার্যকরী পরিষদ সদস্য যথাক্রমে জুয়েল চৌধুরী, জাবেদ আহমেদ বাবু, আক্তার রহমান টিপু এবং জ্যোতির্ময় দত্ত নিশু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটে শতাব্দীর ভয়াবহ বন্যায় মানুষের সীমাহীন ক্ষতি এবং উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় রেখে ‘আড়ম্বরপূর্ণ অভিষেক অনুষ্ঠান’ স্থগিত করে বিপন্ন স্বজনদের পাশে দাঁড়িয়ে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতোমধ্যে সংগঠনটির ব্যানারে ১৬ লাখ টাকা সংগৃহীত হয়েছে এবং তা বন্যার্তদের মাঝে বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। বক্তারা বলেন, ভবিষ্যতে বন্যার দুর্যোগ মোকাবেলার জন্য সিলেট রক্ষা বাঁধ নির্মাণ করতে হবে। এটা এখন সিলেটবাসীর দাবী।

নব নির্বাচিত সভাপতি অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী তার বক্তব্যে অতীতের ন্যায় সিলেটের মানুষের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংগঠনের পক্ষ থেকে তিনি সাধ্যমত সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। তিনি বন্যার দুর্যোগ মোকাবেলার জন্য সিলেট শহর রক্ষা বাঁধ নির্মাণের যৌক্তিকতা তুলে ধরে এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বলেন, আমরা অচিরেই পররাষ্ট্রমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে বাংলাদেশ সরকারের কাছে আমাদেও দাবী জানাবো।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল বলেন, নতুন-পুরতান আর অভিজ্ঞদের নিয়ে গড়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। নব নির্বাচিত সভাপতি অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরীর সাথে তার নেতৃত্বে সংগঠন করাও গর্বের বিষয়। তিনি সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকাকে এগিয়ে নেয়ার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটবাসীকে রক্ষায় সরকারের পাশাপশি সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা সহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য সংগঠনের পুর্বনির্ধারিত অভিষেক স্থগিত করে সমুদয় অর্থ বন্যা দুর্গতদের মাঝে বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও প্রবাস থেকে নানা ব্যক্তি ও সংগঠন ফান্ড রেইজিং করে ত্রাণ বিতরণের জন্য সিলেটে অর্থ পাঠানো হচ্ছে। উপদ্রুত অঞ্চলের মানুষের দুঃসময়ে পাশে খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়াচ্ছেন সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান স্মৃতিচারণ করে বলেন, সিলেটর ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-কালচার, সৌহার্দ্য-সম্প্রতি প্রবাসে তুলে ধরার পাশাপাশি তা লালন-পালন করার লক্ষ্যে সিলেট সদর এসোসিয়েশন গঠন করা হয়। সবাইকে মিলেই এই সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। তিনি শহর রক্ষা বাঁধ নির্মানের পক্ষে অভিমত ব্যক্ত করেন এবং নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।

সর্বশেষ

advert

সর্বশেষ