তিন বছরে পাকিস্তানে ১০০ কাশ্মীরি যুবক নিখোঁজ

বাংলা পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১২:০২
...
প্রায় ১০০ কাশ্মীরি যুবক সঠিক ভিসা নিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে । কিন্তু এখনও তারা ফেরত আসেনি । পাকিস্তানে সন্ত্রাসবাদীদের প্রবেশ ঘটেছে বলে অ্যালার্ট জারি করেছে ভারতের জাতীয় সুরক্ষা সংস্থা।
আবার অনেকে গতি বছর ভারতে ফিরে আসার পর থেকে নিরুদ্দেশ । এই যুবকরা স্লিপার সেলে যোগ দিতে পারে বলে ধারণা করছে ভারতের গোয়েন্দা সংস্থা গুলো। সীমান্তের ওপার থেকে জঙ্গিরা সম্ভবত । কোনও রকম অপারেশন চালাচ্ছে বলে অনুমান গোয়েন্দাদের একজন আইপিএস কর্মকর্তা বলেন , এই যুৱকদের ব্রেইন ওয়াশ করা হচ্ছে এবং তারপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বা ভারতবিরোধী প্রচার চালানোর জন্য প্ররোচিত করা হচ্ছে । এই যুবকদের পিছনে ফিরিয়ে আনা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।
গোয়েন্দা সূত্র বলছে , একাধিকবার পরিকল্পনা ব্যার্থ হলেও যুবসমাজকে বাগে আনতে মরিয়া হয়ে লেগেছে , জঙ্গি গোষ্ঠী গুলো। সেই প্রেক্ষিতে ১০০ জনের নিখোঁজ হওয়া নতুন আশঙ্কার বার্তা তৈরি করেছে। গোয়েন্দাদের দাবি নিখোঁজ হয়ে যাওয়া যুবকদের ব্যবহার করে জাম্বু কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে চাচ্ছে জঙ্গিরা।
গত বছর এপ্রিলেও এমন ঘটনা ঘটেছিল । উত্তর কাশ্মীরের হান্ডওয়ারায় ৫ জন জঙ্গীকে গ্রেফতার করেছিল ভারতীয় সেনা । তাদের মধ্যে একজন ২০১৮ সালে পাকিস্তানে গিয়েছিল । কিন্তু তার ফেরত আসার কোনও রেকর্ড নেই । গত ৬ বছরে দক্ষিণ কাশ্মীরের সাপিয়ান , কুলগাঁও ও অনন্তনাগ থেকে একাধিক যুবক সন্ত্রাসবাদী দলে যোগ দেওয়ার খবর এসেছে । তারা উপযুক্ত নথি নিয়ে পাকিস্তানে গিয়েছে। কিন্তু দেশে ফেরত আসেনি ।

সূত্রঃ ইত্তেফাক

সর্বশেষ