শবে কদরে যেসব দোয়া পড়বেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ১৭:০৪
...

'লাইলাতুল কদর' হাজার মাসের চেয়েও উত্তম। এ রাতটির জন্য দীর্ঘ এক বছর অপেক্ষা করে মুমিন মুসলমান। শবে কদর প্রতি বছর রমজান মাসের শেষ দশ রাতের যে কোনো এক রাতে সংঘটিত হয়। ২৬ রমজান দিবাগত রাতকে অধিকাংশ মানুষ শবে কদরের রাত মনে করে ইবাদত-বন্দেগিতে নিয়োজিত হয়।

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত পাওয়ার আশায় গভীর রাত পর্যন্ত মসজিদে অবস্থান করেন। নফল নামাজ জিকির-আজকার, দোয়া-দরূদ, তাসবিহ-তাহলিল ব্যস্ত থাকে। আশায় থাকে মর্যাদার এ রাতটি পাওয়ার। লাইলাতুল কদর, ক্ষমা ও রহমত পাওয়ার বিশেষ দোয়া আছে। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও এসব দোয়া পড়তে বলেছেন। আজ যেসব দোয়া পড়বেন মুমিন; তা তুলে ধরা হলো-

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম- হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনি বলে দিন, আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে আমি কী (দোয়া) পড়বো?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি বলবে-

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

উচ্চারণ : 'আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’

সর্বশেষ