যুক্তরাষ্ট্রে সিনাগগে হামলাকারী যুবক বৃটিশ নাগরিক

বাংলা পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ১৪:০১
...

পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকীর মুক্তি দাবিতে টেক্সাসে কমপক্ষে ৪ জন ব্যক্তিকে জিম্মিকারী ব্যক্তি একজন বৃটিশ নাগরিক। তার নাম মালিক ফয়সাল আকরাম (৪৪) বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। অনলাইন আল জাজিরা এ খবর দিয়েছে। শনিবার টেক্সাসের একটি সিনাগগে কমপক্ষে ১০ ঘন্টা ওই ব্যক্তিদের জিম্মি করে রেখেছিল সে।

এরপর এফবিআইয়ের সোয়াত টিমের সদস্যরা সেই ভবনে ঝড়ো অভিযান চালিয়ে উদ্ধার করে জিম্মিদের। এ সময় মারা যায় জিম্মিকারী মালিক ফয়সাল আকরাম। এর মধ্য দিয়ে জিম্মি নাটকের অবসান হয়। জিম্মিকারী মারা গেছে বলে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়ায় জানায় প্রশাসন। তবে তার নাম জানানো হয়নি তখনো।

পরে এফবিআই তার নাম প্রকাশ করেছে। বলেছে, তার সঙ্গে এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল এমন কোনো ইঙ্গিত বা লক্ষণ পাওয়া যায়নি। কি উদ্দেশে সে ওই ঘটনার অবতারণা করেছিল সে সম্পর্কে বিস্তারিত বলেনি এফবিআই।

মালিক ফয়সাল আকরামকে কে গুলি করেছিল শনিবার রাতে? এ প্রশ্নের কোনো উত্তর দেয়নি এফবিআই ও পুলিশের মুখপাত্র। ওদিকে বৃটেনে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ বলেছে, তাদের সন্ত্রাস বিরোধী ইউনিট এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকায় গ্রেপ্তার করেছে দু’জনকে। রোববার রাতে পুলিশ বলেছে, সাউথ ম্যানচেস্টার থেকে আটক ওই দু’জন টিনেজার। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ওদিকে জিম্মি ঘটনার সময় ফেসবুকে সরাসরি সম্প্রচার দিচ্ছিল মালিক ফয়সাল আকরাম। এ সময় সে পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকীর মুক্তি দাবি করে। ডালাস টিভি স্টেশন ডব্লিউএফএএ থেকে প্রচারিত ভিডিওতে দেখা যায়, এ সময় সিনাগগের দরজা দিয়ে রুদ্ধশ্বাসে মানুষ বেরিয়ে যাচ্ছিল। একজন যুবককে কয়েক সেকেন্ডের মধ্যে সেই দরজায় দেখা যায়। সে তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে দেয়। কয়েক মুহূর্ত পরেই বেশ কিছু গুলির শব্দ শোনা যায়। শোনা যায় বিস্ফোরণের শব্দ। মালিক ফয়সাল আকরামের এ হামলাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত রয়েছেন। প্রয়াত নাগরিক অধিকারের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তিনি ও ফার্স্টলেডি জিল বাইডেন রয়েছেন ফিলাডেলফিয়ায়।

সর্বশেষ

সর্বশেষ