হেফাজত নেতা আজহারুল নাশকতার মামলায় গ্রেপ্তার

বাংলা পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২১, ১৩:০৬
...
ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান।

তিনি বলেন, “২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের মামলা ছাড়াও সাম্প্রতিক নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

নারী উন্নয়ন নীতি ও শিক্ষা নীতির বিরোধিতা করে ২০১০ সালে গড়ে উঠেছিল কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। তবে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ আন্দোলনের পাল্টায় আট বছর আগে রাজপথে নেমে সংগঠনটি বেশি পরিচিতি পায়।

শাহবাগের আন্দোলনের বিপরীতে ব্লগারদের শাস্তির দাবিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলে সমাবেশ ডেকে ব্যাপক তাণ্ডব চালায় সংগঠনটি। পরে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরাতে হয়।

ওই ঘটনায় কেবল ঢাকাতেই ৫৩টি মামলা হয়েছিল সে সময়। ঢাকার বাইরে বিভিন্ন থানায় হয়েছিল আরও অন্তত ৩০টি মামলা।
বেশ কয়েক বছর নিষ্ক্রিয় থাকা হেফাজতের নেতারা গত বছরের শেষ দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতায় সরব হতে থাকে। এরপর গত মার্চ মাসের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতায় কর্মসূচি নিয়ে নামে রাজপথে।

তাদের বিক্ষোভ ও হরতালের কর্মসূচি থেকে কয়েকদিনে পুলিশের সঙ্গে সংঘাতে ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে সংঘাত-সহিংসতায় ডজন খানেক প্রাণহানি ঘটে। হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সরকারি স্থাপনা, পুলিশ ফাঁড়ি, রেল স্টেশন ভাংচুর ও আগুন ধরানো হয়।

এবার ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে মোট ১৫১টি মামলা হয়েছে, তাতে ৩ হাজার ২৪৩ জনকে আসামি করা হয়েছে।

হেফাজতের আমির আহমেদ শফীর মৃত্যুর পর কওমি মাদ্রাসাভিত্তিক এ সংগঠনের নেতৃত্ব নেন জুনায়েদ বাবুনগরী। কিন্তু অনেক বিতর্কের মুখে ৬ মাসের মধ্যে সেই কমিটি ভেঙে দেন তিনি।

এই ছয় মাসের মধ্যে ঢাকা মহানগরে হেফাজতে ইসলামের কমিটিও ঘোষণা করা হয়েছিল। সেই কমিটির সভাপতি হয়েছিলেন জুনায়েদ আল হাবিব, সাধারণ সম্পাদক হয়েছিলেন মামুনুল হক। বর্তমানে তারা দুজনেই নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

আজহারুল ইসলাম ছিলেন সেই কমিটির সাংগঠনিক সম্পাদক। তাকেও এবার গ্রেপ্তার করা হল। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, নাশকতা মামলায় হেফাজতের অন্তত ৫০ জন নেতাকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ

সর্বশেষ