ব্রেকিং নিউজ
  • সারা দেশে গুলি-সংঘের্ষ শিক্ষার্থী-পুলিশ সদস্যসহ একদিনে রেকর্ড ৯৮ জন নিহত

গাড়িতেই থাকতে হবে ড্রাঙ্ক ড্রাইভিং পরীক্ষার প্রযুক্তি, নতুন বিধানের প্রস্তাব


প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩, ০১:১২
...
গাড়ির নির্মাতাদের কাছেই নির্দেশনা যাবে, নতুন গাড়ি তৈরি করা হলে তাতে রাখতে হবে মদ্যপ হয়ে কেউ গাড়ি চালালে তার পরীক্ষার প্রযুক্তি। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি প্রশাসন এই নতুন বিধান আনছে। মঙ্গলবার নতুন এই প্রস্তাবনা পেশ করা হয়েছে।

২০২১ সালে যুক্তরাষ্ট্রে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারলে ১৩,০০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। যা এ দেশে সড়ক দুর্ঘটনায় নিহতের এক তৃতীয়াংশ।

সড়কে প্রাণহানির অন্যতম প্রধান কারণ এই ড্রাঙ্ক ড্রাইভিং। বিষয়টা হতাশাজনক। এপর্যন্ত অনেক প্রাণহানি ঘটেছে এই কারণে, বলেছেন ইউএস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন এর ডেপুটি সেক্রেটারি পলি ট্রোটেনবার্গ। প্রস্তাবিত বিধান হবে সড়কে মদ্যপ হয়ে গাড়ি চালানো প্রতিরোধ করে নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ। কারণ এর বাস্তবায়ন হলে গাড়িতেই থাকবে এর প্রতিরোধক প্রযুক্তি।

কবে নাগাদ এই বিধান কার্যকর করা হতে পারে তার তারিখ নির্ধারণ করা হয়নি প্রস্তাবে। বলা হয়েছে, এমন প্রযুক্তি যখন সত্যিকারেই প্রয়োগযোগ্য হবে তখনই এর বাস্তবায়ন হবে।

প্রযুক্তিটি হবে স্পর্শ কিংবা নিশ্বাসের মাধ্যমে অ্যালকোহলের উপস্থিতি নির্নয়। এছাড়া ক্যামেরা থাকবে যাতে চোখ পড়লেও ধরা পড়বে চালক মদ্যপ কিনা।

যুক্তরাষ্ট্রে এখন মদ খেয়ে সড়ক দুর্ঘটনা পড়ার কারণে বছরে ২৮০  বিলিয়ন ডলারের ক্ষতি হয়। যার মধ্যে ধরা হয়েছে, হতাহতদের আয়, হারানো জীবন মান ও মেডিকেল খরচ। 

সর্বশেষ