মক্কা-মদিনা যাতায়াতে হারামাইন ট্রেন

হাবিব রহমান
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ১২:১০
...
বিদেশ ভ্রমণে আমি নিত্যনতুন কিছু এক্সপেরিমেন্ট করি। যেমন নতুন নতুন এয়ার লাইন, নতুন নতুন হোটেল ইত্যাদি। এরই ধারাবাহিকতায় এবার সৌদি যাত্রায় টিকিট কেটেছিলাম কুয়েত এয়ার লাইনে। নিউইয়র্ক থেকে কুয়েত হয়ে জেদ্দাহ। ওখান থেকে প্রথমে যাবো মদীনা। তারপর পবিত্র শহর মক্কায়। সৌদি আরব ভ্রমনে সব সময় আমি প্রথমে মদীনায় যাই। তারপর জেদ্দাহ থেকে ফেরত আসি। এবার প্রথম জেদ্দাহ যাবার কারণ ছিলো হারামাইন ট্রেনে চরার অভিজ্ঞতা নেয়া।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে হারামাইন ট্রেন চলাচল শুরু হয়। এরপর জেদ্দার এক স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় আড়াইমাস পর্যন্ত তা বন্ধ থাকে। এরপর করোনা মাহমারির কারণে পুনরায় এর চলাচল স্থগিত হয়। প্যান্ডামিক পরবর্তীতে পবিত্র দুইনগরী মক্কা ও মদিনার মধ্যে মানুষের যাতায়াতের চাহিদা বাড়তে থাকলে দীর্ঘ এক বছর পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। পবিত্র দুই নগরীর মধ্যে সপ্তাহের পাঁচ দিন এই ট্রেন চলে এবং প্রতিদিন ১২ বার আসা-যাওয়া করে। প্রতি ট্রেনে চার শয়ের বেশি যাত্রীসেবা করতে গ্রহণ করতে পারে।

মক্কা ও মদিনায় যাতায়াতের জন্য দ্রুতগামী হারামাইন হাইস্পিড ট্রেনের চালক হচ্ছেন সৌদি নারীরা। কর্মক্ষেত্রে নারীদেও অংশগ্রহণ নিশ্চিতের অংশ হিসাবে এ উদ্যোগ নেওয়া হয়। সৌদি কর্তৃপক্ষ নারী ট্রেন চালকের নিযয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে ব্যাপক সাড়া পড়ে। তখন এই পদে ২৮ হাজার নারী আবেদন করেন যা সৌদির ইতিহাসে ছিল খুবই বিরল। সৌদি আরবে নারীদের কর্মক্ষেত্র ছিল খুবই সীমিত। যুবরাজ মুহাম্মদ বিন সালমান ঘোষিত মিশন ২০৩০ এর বাস্তবায়নে নারীদের উপস্থিতি বাড়ছে ক্রমান্বয়ে।

এই প্রকল্পে মোট ৩৫টি ট্রেন চালু রয়েছে। প্রতিটিতে ৪১৭টি আসন রয়েছে। এই রেল প্রকল্পটির মোট পাঁচটি স্টেশন রয়েছে; প্রধানস্টেশন মক্কায়। প্রতিটি স্টেশনে একটি প্রধান ভবন, আগমন-গমনের ভিন্ন ভিন্ন লাউঞ্জ, ওয়েটিং স্টেশন, ভিআইপি হল, শপিংএরিয়া, রেস্টুরেন্ট, কফি শপ, মসজিদ ও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও এ সব স্টেশনে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের সুবিধা ও বেসামরিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

জেদ্দা থেকে মক্কায় যাতায়াতের ক্ষেত্রে সাধারণ হসপিটালিটি ক্লাসের জন্য একজন যাত্রীর ৪০ সৌদি রিয়াল এবং বিজনেসক্লাসের জন্য ৫০ সৌদি রিয়াল খরচ করতে হবে। অন্যদিকে মক্কা-মদিনায় যাতায়াতের ক্ষেত্রে হসপিটালিটি ক্লাসে ১৫০ সৌদিরিয়াল এবং বিজনেস ক্লাসে ২৫০ সৌদি রিয়াল খরচ হয়।

আরো উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্যে অনেকগুলো গণপরিবহনের ব্যবস্থা রয়েছে। তবে এগুলোর মধ্যে সৌদি আরবের ‘হারামাইন হাইস্পিডএক্সপ্রেস’ জনপ্রিয় ও বৃহৎ যাতায়াত-মাধ্যম। ‘হারামাইন ট্রেন’ ব্যবস্থাকে বৃহত্তম গণপরিবহন প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ট্রেনে যাত্রীদের জন্য উন্নত সব ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীরা অবসর সময় বই বা ম্যাগাজিন পড়ে কাটানোর পাশাপাশি কফিও হালকা খাবারও খেতে পারবেন। নতুন এই ট্রেনটি মক্কা-মদিনায় যাত্রী সেবা প্রদান করবে নিয়মিত।
হারামানাইন ট্রেনের জন্য পবিত্র মক্কায় রেল স্টেশনটি স্থাপন করা হয়েছে কাবাঘর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে উম্মুল কুরাএলাকায়। আর মদিনার স্টেশনটি স্থাপন করা হয়েছে শহরের কিং আবদুল আজিজ রোডের নলেজ ইকোনমিক সিটিতে। ১৬ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ে স্থাপিত এ রেলপথ মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ যোগাযোগ প্রকল্প। এ পথে বছরে প্রায় ৬ কোটিমানুষ যাতায়াত করতে পারবেন।

ট্রেনগুলোর ঘণ্টায় গতিবেগ ৩০০ কিলোমিটার। এই পরিবহন নেটওয়ার্কে পাঁচটি স্টেশন আছে। স্টেশনগুলো হলো- মক্কা, জেদ্দা, কিং আবদুল্লাহ ইকনোমিক সিটি, কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং মদিনা।

হারামাইন এক্সপ্রেসের বিভিন্ন তথ্যযারা হারামইন এক্সপ্রেসে ভ্রমণ করতে ইচ্ছুক, তারা এ (িি.িযযৎ.ংধ) ওয়েবসাইট থেকেঅনলাইনে টিকিট বুকিং দিতে পারবেন। তাছাড়া প্রতিটি স্টেশন থেকেও টিকিট সংগ্রহ করার সুবিধা থাকবে। হারামাইন এক্সপ্রেসট্রেনটির গ্রাহক পরিসেবা নাম্বার হলো- (৯২০০০ ৪৪৩৩)।
মদীনা, সৌদি আরব
০৭ অক্টোবর ২০২২

সর্বশেষ

সর্বশেষ