বৃটেনে চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ৫ বাংলাদেশি চালকের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১ অক্টোবর ২০২২, ১১:১০
...

বৃটেনের একটি চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার দায়ে অভিযুক্ত করা হয়েছে পাঁচ বাংলাদেশি মিনি ক্যাব চালককে। বুধবার দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে।

এতে বলা হয়েছে, অভিযুক্তদের সকলের বয়স ৪০ থেকে ৫২ বছরের মধ্যে। বুধবার তাদেরকে বারকিংসাইডে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছিল। আদালত তাদেরকে মোট ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে বলে জানিয়েছে ইস্টার্ন আই। তবে সবার আলাদা আলাদা কত বছরের কারাদণ্ড হয়েছে তা জানা যায়নি।

এর আগে এক অনুসন্ধানের ভিত্তিতে ওই চোরাচালান চক্রটির সন্ধান পায় এনসিএ। এই অভিযানের নাম দেয়া হয় ‘অপারেশন সিম্বলরি’। এর অধীনে লন্ডনভিত্তিক অপরাধী গোষ্ঠীগুলো যা অভিবাসী পাচারের সঙ্গে যুক্ত, তাদেরকে খুঁজে বের করা হয়। এই গোষ্ঠীগুলো লরির মাধ্যমে এসব পাচার করে থাকে। 
এনসিএ বলছে, ভারী পন্যবাহী লরিতে করে এই বাংলাদেশি চালকরা অভিবাসীদের নির্দিষ্ট পয়েন্ট থেকে গন্তব্যে চালান করতো। এমন বেশ কয়েকটি লরি এনসিএ আটক করতে সক্ষম হয়েছে। আদালতে কারাদণ্ড পাওয়ার আগ পর্যন্ত এই চালকরা এতদিন জামিনপ্রাপ্ত ছিলেন।

সর্বশেষ

সর্বশেষ