সাফজয়ী কৃষ্ণার ব্যাগ থেকে আড়াই লাখ টাকা চুরি, সত্যতা খুঁজে পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ

বাংলা পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৯
...

ইতিহাস গড়ে নারী ফুটবলাররা দেশে ফিরেছেন। সাফ শিরোপা জেতায় পেয়েছেন ছাদখোলা বাসের সংবর্ধনা। গোটা দিন শিরোপা উদযাপনে মেতে থাকেন সাবিনা-সানজিদারা। তবে দিনশেষে দুঃসংবাদ পেতে হয় তাদের। ট্রফি প্যারেডের সময় সাফ জয়ী দলের সদস্য কৃষ্ণা রানীর ব্যাগ থেকে আড়াই লাখ টাকা চুরি হয়েছে।

গতকাল দুপুর সোয়া দুইটায় কাঠমান্ডু থেকে বাংলাদেশে ফেরত আসেন নারী ফুটবলাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিহাসগড়া ফুটবলারদের বরণ করে নেয় হাজারো ফুটবলপ্রেমী। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ছাদখোলা বাসে শিরোপা নিয়ে ঢাকা শহর প্রদক্ষিণ করেন নারী ফুটবলাররা। সে সময়ই টাকা চুরি হয় কৃষ্ণা রানীর। গণমাধ্যমকে তিনি বলেন, ‘যেহেতু দেশে আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল। এ জন্য আমরা আমাদের হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম।

পরে যখন লাগেজ খুলি, দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরো অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।’

তালাবদ্ধ অক্ষত লাগেজ দেয়া হয়েছে: বিমানবন্দর কর্তৃপক্ষ
অভিযোগের সত্যতা খুঁজে পায়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ‘বাফুফে প্রটোকল প্রতিনিধি ও ২ জন টিম অফিসিয়াল লাগেজ সম্পূর্ণ অক্ষত ও তালাবদ্ধ অবস্থায় বিমান কর্তৃপক্ষের কাছ থেকে বুঝে নেয়। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই অভিযোগের সত্যতার প্রমাণ মেলেনি বলে নিশ্চিত হওয়া গেছে।’

বিবৃতিতে বলা হয়, ‘বেলা ১টা ৪২ মিনিটে বিমান ল্যান্ড করার পর ১টা ৫৯ মিনিটে লাগেজ মেক-আপ এরিয়াতে লাগেজ ড্রপ করা হয়। ২টা ৮ মিনিটে সেটি সম্পন্ন হয়। এরপর বাফুফে প্রোটোকল প্রতিনিধি ও ২ জন টিম অফিসিয়াল লাগেজ সম্পূর্ণ অক্ষত ও তালাবদ্ধ অবস্থায় বিমান কর্তৃপক্ষের কাছ থেকে বুঝে নেয়। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই অভিযোগের সত্যতার প্রমাণ মেলেনি বলে নিশ্চিত হওয়া গেছে।’

সর্বশেষ

সর্বশেষ