সেপ্টেম্বরে দেশে ফিরে বিকেএসপিতে অনুশীলন করবেন সাকিব

বাংলা পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৮ আগস্ট ২০২০, ১৩:০৮
...
কদিন ধরে শোনা যাচ্ছিল অল্প দিনের মধ্যে ইংল্যান্ডে বিশেষ ব্যবস্থায় অনুশীলন শুরু করবেন সাকিব আল হাসান। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ন্যাশনাল গেম ডেভলপম্যান্টের সাবেক ম্যানেজার ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম জানালেন অন্য কথা। ইংল্যান্ডে নয়, সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।

শুক্রবার (৭ আগস্ট) সাকিবের পারিবারিক সূত্রও খরবটি নিশ্চিত করেছে। সূ্ত্রে জানা গেছে, সেপ্টেম্বরে দেশে ফিরবেন সাকিব। ওই মাসেই বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন তিনি।

নিষেধাজ্ঞার কারণে গত অক্টোবর থেকে ক্রিকেটের বাইরে তারকা ক্রিকেটার। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে আইসিসির নিয়ম মতে কর্তৃপক্ষকে না জানানোর অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। হিসেব মতে সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী অক্টোবরের ২৯ তারিখে।

নিষেধাজ্ঞার সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোন সুবিধা নিতে পারবেন না সাকিব। সেই কারণেই বিকেএসপিতে অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিকেএসপিও তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

এদিকে, সাকিব কদিন আগে গণমাধ্যমকে বলেছিলেন, এখনই অনুশীলন শুরু করে দিতে চান তিনি। নিষেধাজ্ঞার পর থেকেই মাঠের বাইরে বাঁহাতি ক্রিকেটার। ফলে আগেভাগে তৈরি থাকার মিশন শুরু করতে চান। যাতে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেই মাঠে নেমে আগের মতো দুর্দান্ত পারফর্ম করতে পারেন।

আগামী অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ খেলার আলোচনা চলছে। শোনা যাচ্ছে, ওই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমন দ্রুত ছড়ানোর সময় গত মার্চে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। তারপর থেকে পরিবারের সঙ্গে সেখানেই অবস্থান করছেন তিনি। কিছুদিন আগে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি।

সর্বশেষ