কানাডার মন্ট্রিয়ালে মানববন্ধন কর্মসূচি পালিত

বাংলা পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪, ১৮:০৩
...
কানাডার মন্ট্রিয়ালে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। এতে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বাংলাদেশে গণতন্ত্র হত্যা, নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ, সীমান্তে হত্যার প্রতিবাদে ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

বিভিন্ন সংগঠনের আহ্বানে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী, সাবেক সহ সভাপতি সাইদুর রহমান, কুইবেক প্রাদেশিক শাখার সভাপতি আব্দুল মান্নান, বিশিষ্ট মানবাধিকার নেতা এস এম হুমায়ুন পাটওয়ারী, কানাডার নাগরিক টিভির সিইও টিটো রহমান, স্কুল অব লিডারশিপের প্রিন্সিপাল ও টকশো ব্যক্তিত্ব এম জয়নাল আবেদিন, শিক্ষাবিদ ড. মহিউদ্দিন তালুকদার, সামাজিক সংগঠক চৌধুরী মঞ্জুর এহসান মিঠু, যুবদল নেতা মাহমুদুল ইসলাম সুমন, মৈত্রী পরিষদের আদনিন হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ভারতের নগ্ন হস্তক্ষেপে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্র প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। বাংলাদেশের ব্যাপারে ভারতের পররাষ্ট্রনীতির পরিবর্তন ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত শান্তি প্রিয় জনগণের ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চলবে এবং তা দাবানলের মতো ছড়িয়ে পড়বে। ভারতকে মনে রাখতে হবে বাংলাদেশের বাইরেও কোটি বাংলাদেশি আজ ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে যোগ দিচ্ছে।

তারা বলেন, আমাদের আন্দোলন ভারতের জনগণের বিরুদ্ধে নয়, কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। তার সন্ত্রাসী কার্যক্রম ভারত ছাড়িয়ে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে। কানাডার শিখনেতা হরদীপ সিং নাজের হত্যাকাণ্ড তুলে ধরেন।

সর্বশেষ