বিমানের মধ্যে অভিনব উপায়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন লেবানিজ পাইলট

বাংলা পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ১২:০৭
...
টেকঅফের কিছুক্ষণ আগে বিমানের ২৪৫ জন যাত্রীর সামনে নিজের প্রেয়সীকে বড় চমক দিলেন একজন লেবানিজ পাইলট। বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে মিডল ইস্ট এয়ারলাইন্সের একজন ক্যাপ্টেন ইব্রাহিম খতিব, বিমানের প্যাসেঞ্জার এনাউন্সমেন্ট সিস্টেমটি ব্যবহার করেন। ভাইরাল হওয়া রোমান্টিক মুহূর্তটির একটি ছোট ভিডিওতে, তাকে ককপিটে বোর্ডে থাকা ব্যক্তিদের সম্বোধন করতে দেখা যায়, এই বলে: “প্রিয় যাত্রীরা, আমি আজ বিমানে বিশেষ এক যাত্রীকে স্বাগত জানাতে চাই। তার নাম চিরিন এল-হাজ চেহাদে। আপনি দয়া করে একটু দাঁড়াতে পারেন?'' বিমানের অন্য যাত্রীরা সেই মুহূর্তটির ছবি তুলতে ব্যস্ত ছিলেন।

খতিব বলেন : “আমি তোমাকে ২৪৫ জন যাত্রীর সামনে জানাতে চাই যে আমি তোমাকে ভীষণ ভালবাসি এবং আমার বাকি জীবনের জন্য তোমার সাথে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই।" চেহাদ জানালার সিটের পাশে দাঁড়িয়েছিলেন। খতিবের কর্মকান্ড দেখে তিনি লজ্জায় মুখ ঢেকে ফেলেন। সহযাত্রীরা যুগলকে করতালি দিয়ে অভিনন্দন জানান।

খতিব সবার সামনে সেই বিখ্যাত প্রশ্নটি করেন: "চেহাদ, তুমি কি আমাকে বিয়ে করবে?" বেশ কয়েকজন যাত্রীকে চেহাদেকে 'হ্যাঁ' বলতে উৎসাহিত করতে শোনা যায় তার আগেই অবশ্য সে আনন্দের সঙ্গে জানিয়ে দেন: "আমি অবশ্যই করব।"করতালির মধ্যে অশ্রুসজল নয়নে ককপিটের বাইরে খতিবের সাথে দেখা করতে চেহাদ করিডোর থেকে নেমে যান। এরপর আংটি পরিয়ে চেহাদকে প্রেমের বন্ধনে বেঁধে ফেলেন খতিব। ঘটনাটি কোন বিমান বন্দরে ঘটেছে তা এখনো জানা যায়নি। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ভিডিওটি দেখে যুগলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘’বিষয়টি খুব সুন্দর।" আরেকজন লিখেছেন, "এত মিষ্টি উপায়ে বিবাহের প্রস্তাব সত্যিই অবিস্মরণীয়।"

সূত্র : আরব নিউজ

সর্বশেষ