‘ক্রোয়েশিয়া-বেলজিয়াম বাঁচা মরার লড়াই’


প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২, ১২:১২
...

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষ হয়ে আসছে। জমে উঠেছে আসরে টিকে থাকার লড়াই। শেষ ষোলতে যেতে মরিয়া দলগুলো নিজেদের সবটুকু দিয়ে লড়াই করতে প্রস্তুত। আজ ‘ই’ ও ‘এফ’ গ্রুপের চারটি ম্যাচ। এতে জার্মানি, বেলজিয়াম, ক্রোয়েশিয়ার মতো জায়ান্ট দলগুলো রয়েছে ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে । বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার যে কোনো একটির বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে আজই। এই লড়াইয়ে কে এগিয়ে এমন প্রশ্নে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ডিফেন্ডার তপু দেব বর্মণ এগিয়ে রাখলেন ক্রোয়েশিয়াকেই। এ ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘ক্রোয়েশিয়ার পয়েন্ট হলো ৪ আর বেলজিয়ামের ৩। মুখোমুখি লড়াইয়ে যে দল আজ জিতবে তারা খেলার সুযোগ ধরে রাখবে শেষ  ষোলতে।  তবে আমাকে যদি বলেন এ লড়াইয়ে কে এগিয়ে আমি বলবো ক্রোয়েশিয়া।

দুই দলের মধ্যে অনেক পার্থক্য এখন মাঠের শক্তিতে।  বেলজিয়াম যে ফুটবল এবার খেলছে তা ‘আপ টু দ্য মার্ক নয়।’ বেলজিয়াম গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে। কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। এবার বেলজিয়ানদের খেলা কেন ‘আপ টু দ্য মার্ক নয়’ তার ব্যাখ্যাও দিয়েছেন তপু। তিনি বলেন, ‘ ক্রোয়েশিয়ার আজ  ড্র করলেও সুযোগ থাকবে। কিন্তু বেলজিয়ামকে জিততেই হবে। এমন লড়াই আমি বেলজিয়ামকে পিছিয়ে রাখছি কারণ  শেষ ম্যাচটা  তাদের যেভাবে খেলতে দেখেছি, তাদের সবচেয়ে বড় সমস্যা ডিফেন্স। তাদের প্রতিপক্ষ কিন্তু এই দিকটাতে দারুণ শক্তিশালী। 

তাদের আক্রমণভাগ বেলজিয়ামের চেয়ে বেশি শক্তিশালী ও তারুণ্য-সমৃদ্ধ। বেলজিয়ামের ডিফেন্স অনেকটাই দুর্বল। আক্রমণে ভালো কয়েকজন আছেন কিন্তু ফুটবলে শুধু স্ট্রাইকার দিয়ে খেলা হয় না। পুরো মাঠে তাদের সমন্বয়েরও বড় অভাব দেখা গেছে। এটা কিন্তু শুধু আমার কথা নয় ডি ব্রুইনারও কথা।  তপু বলেন, ‘টিম ফুটবল খেলছে ক্রোয়েশিয়া। তাদের ডিফেন্স থেকে আক্রমণ ভাগ দারুণ পারফরম্যান্স করছে। বিশেষ করে তাদের মিডফিল্ড জোনটা দারুণ শক্তিশালী বলেই আমার মনে হয়। এখানে  মদরিচ ও কোভাসিচ দারুণ ফুটবলার।’ অন্যদিকে একই গ্রুপে আজ চার পায়েন্ট নিয়ে সুপার ষোলর স্বপ্ন দেখা মরক্কো মুখোমুখি হবে কানাডার। এই ম্যাচে তপু এগিয়ে রাখলেন মরক্কোকেই। তিনি বলেন, ‘মরক্কো যে ফুটবল খেলছে তা দেখে মনে হয় না কানাডা পাত্তা পাবে। বিশেষ করে তারা শেষ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে যে খেলা খেলেছে তা অসাধারণ।  আমি এই গ্রুপ থেকে ক্রোয়েশিয়ার সঙ্গে শেষ-১৬ তে এই দলটিকেই দেখছি। মরক্কোর আশরাফ হাকিমি, হাকিম জিয়াশ ও গোলকিপার ইয়াসিন বুনু অনেক বড় লেভেলে ফুটবল খেলেন। আর ‘টিম মরক্কো’ অসাধারণ খেলছে বলতেই হবে। কানাডা আসলে প্রথম ম্যাচটাই ভালো খেলেছে। তবে আমার মনে হয় কখন কোথায় কন্ট্রোল করে খেলতে হবে তার ঘাটতি আছে দলটির। আর ডিফেন্স দুর্বল।’  

আজ ‘ই’ গ্রুপে নির্ধারণ হবে জার্মানির ভাগ্য। ২ ম্যাচে তাদের সংগ্রহ এক পয়েন্ট। আজ তারা মুখোমুখি হবে কোস্টারিকার। এ ম্যাচে অবশ্য তপু জার্মানিকেই এগিয়ে রাখছেন। তিনি বলেন, ‘দেখেন জার্মানি যে দল তাদের নিয়ে আসলে বলা মুশকিল। কিন্তু শেষ ষোলতে যেতে হলে তাদের কোস্টারিকাকে হারাতেই হবে। প্রথম ম্যাচ তারা জাপানের কাছে হেরে খেই হারিয়ে ফেলে। কিন্তু দ্বিতীয় ম্যাচ ড্র করলেও ভালো খেলেছে।  কোস্টারিকাকে পিছিয়ে রাখছি কারণ, তারা শেষ দুই আসরের তুলনায় এবার ভালো করতে পারেনি। জার্মান শক্তির কাছে তাদের অনেক পার্থক্য। কিন্তু জার্মানির জয়ের পরও নক আউট পর্বে খেলতে তাকাতে হবে জাপানের বিপক্ষে স্পেনের ম্যাচের দিকে। আমি এই ম্যাচে স্পেনকেই এগিয়ে রাখবো।’  

সর্বশেষ