১৬ বছর পর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া


প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২, ১১:১২
...

ম্যাাথিউ লেকি। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ফুটবলার। জাতীয় দলের জার্সি গায়ে দীর্ঘ ১০ বছরের ক্যারিয়ার। খেলছেন নিজের তৃতীয় বিশ্বকাপে। সফল ক্যারিয়ারে তার একটি অতৃপ্তি  ছিল নিশ্চিত। বিশ্বকাপে গোলের দেখা পাচ্ছিলেন না। আর সকারু ফরোয়ার্ড গোল পেলেন মোক্ষম সময়ে। গতকাল শক্তিধর ডেনমার্ককে ১-০ গোলে হারায় অস্ট্রেলিয়া। এতে ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে নকআউট পর্বের টিকিট কাটে এশিয়ার কোটায় বিশ্বকাপে অংশ নেয়া দলটি। কাতারের আল ওয়াকরায় ৬০তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি আদায় করেন ম্যাথিউ লেকি।

বিশ্বকাপে নিজের নবম ম্যাচে এসে প্রথম গোল পেলেন ৩২ ছুঁই ছুঁই সকারু স্ট্রাইকার । তাতেই নাম লেখালেন ইতিহাসের পাতায়। ১৬ বছর পর বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠলো অস্ট্রেলিয়া। এর আগে জার্মানিতে ২০০৬ বিশ্বকাপে শেষ ষোলোতে উঠেছিল সকারুরা।

চলতি বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৪-১ গোলের হারে টুর্নামেন্ট শুরু করে অস্ট্রেলিয়া। তখন কেউ কি ভেবেছিল তারা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে? কিন্তু বিশ্বাস হারায়নি সকারুরা। দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে আশা জিইয়ে রাখে দলটি। এই ম্যাচে নামার আগে ডেনমার্কের সঙ্গে চার সাক্ষাতে মাত্র এক জয় ছিল অস্ট্রেলিয়ার। বিশ্বকাপে আগের একমাত্র সাক্ষাতটি ছিল ১-১ ড্র। চলতি বিশ্বকাপে বল পজিশন ও গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রে ‘ডি’ গ্রুপে সবার নিচে ছিল অস্ট্রেলিয়া। তবে কাগজে কলমে এগিয়ে থাকা ডেনিশদের বিপক্ষে এ ম্যাচে খানিকটা ব্যতিক্রম চরিত্রে দেখা যায় সকারুদের। প্রথমার্ধে বল পজিশনে ডেনমার্কের চেয়ে পিছিয়ে থাকলেও চারটি শট নেয় অস্ট্রেলিয়া। যার তিনটি ছিল লক্ষ্যে। যদিও দুর্বল চ্যালেঞ্জ সামলাতে কোনো বেগ পেতে হয়নি ডেনিশ গোলরক্ষককে। অন্যদিকে ডেনমার্ক পাঁচ শটের দুটি লক্ষ্যে রাখতে পেরেছে। গোল করার মতো ভালো সুযোগ তৈরি করেছিল তারাই। ফিনিশিংয়ের অভাবে গোল পাওয়া হয়নি। এদিন মাঠে নেমেই একটি রেকর্ড গড়ে ফেলেন ডেনমার্ক গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল। ডেনিশ গোলরক্ষকদের মধ্যে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডে তিনি স্পর্শ করেন টমাস সোরেনসেনকে। 
আল জানুব স্টেডিয়ামে এদিন দ্বিতীয়ার্ধে ভিন্ন চেহারা দেখায় অস্ট্রেলিয়া। ৬০তম মিনিটে ডেনিশদের স্তম্ভিত করে এগিয়ে সকারুজরা। রাইলি ম্যাকগ্রির অ্যাসিস্টে গোল করেন ম্যাথিউ লেকি। সেই গোল আর শোধ করতে পারেনি ডেনমার্ক। এর আগে পাঁচটি আসরে অংশ নেওয়া ডেনমার্কের সেরা সাফল্য ১৯৯৮ সালে কোয়ার্টার ফাইনালে খেলা। বাকি ৪ আসরের তিনটিতে শেষ ষোলো নিশ্চিত করে তারা। শুধু ২০১০ সালে গ্রুপপর্ব থেকে বিদায় নেয় ইউরোপিয়ান দলটি। অস্ট্রেলিয়াও এর আগে পাঁচবার খেলেছে বিশ্বকাপ। তবে শেষ ষোলোতে যেতে পেরেছিল কেবল ২০০৬ সালে।

সর্বশেষ