ব্রিটেনের ইতিহাসে বৃহত্তম ধর্মঘটের ডাক নার্সদের


প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ১১:১১
...

শেয়ার বিজ ডেস্ক: ব্রিটেনের ইতিহাসে বৃহত্তম ধর্মঘটের ডাক দিয়েছেন ব্রিটিশ নার্সরা। এতে চ্যালেঞ্জ বাড়ছে নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। খবর: বিবিসি।চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ধর্মঘটে যাচ্ছেন ব্রিটেনের নার্সরা। গত শনিবার দেশটির রয়্যাল কলেজ অব নার্সিং (আরসিএন) এ ঘোষণা করেছে।

কয়েক দিন ধরে ব্রিটেনের নার্সরা বেতন নিয়ে অভিযোগ জানিয়ে আসছেন। সে দেশের হাসপাতালগুলোর প্রায় ৩ লাখ নার্সের অভিযোগ, কাজ অনুযায়ী তাদের বেতন দেয়া হয় না। নানা অভিযোগের কারণে ৩ লাখ নার্স তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারেন। ব্রিটিশ রেল নেটওয়ার্কসহ বেশ কয়েকটি শিল্পের শ্রমিকদের বিগত কয়েক মাস ধরে চলে আসা আন্দোলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাদের ধর্মঘট।

আরসিএন’র সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী প্যাট কুলেন বলেন, আমাদের ধর্মঘটের মতো কর্মসূচি ততটাই হবে রোগীদের জন্য যতটা হবে নার্সদের জন্য। এতে আমাদের প্রতি তাদের সমর্থন রয়েছে। সংগঠনের সদস্যরা এক দশকের বাস্তব মেয়াদে সত্যিকার অর্থে বেতন হ্রাসের সম্মুখীন হয়েছে এবং ধর্মঘটের পক্ষে গত চার সপ্তাহে যে পরিমাণ ব্যালট পড়েছে তা সংগঠনের ১০৬ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি।

নার্সরা আগামী ডিসেম্বরের ক্রিসমাসের আগে ধর্মঘট করবে। নার্সদের কাজ থেকে বরিয়ে যাওয়ার এ ঘটনা হবে আরসিএন’র ইতিহাসে প্রথম জাতীয় পর্যায়ের ধর্মঘট।বেতন না বাড়া ও মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে পৌঁছানোয় কর্মীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হওয়া এসব শ্রমিকরা সাম্প্রতিক মাসগুলোয় নানা সময় ধর্মঘট পালন করেছে। স্কুল কর্মীরাও ধর্মঘটের মতো পদক্ষেপে যাওয়া-না যাওয়ার বিষয়ে ভোট দিতে যাচ্ছেন।অর্থনৈতিক সংকটের মধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ঋষি সুনাক। নার্সদের সম্ভাব্য ধর্মঘট সুনাকের চ্যালেঞ্জগুলোকে আরও বাড়িয়ে দেবে।

সর্বশেষ