বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের সংবাদ সম্মেলন


প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ১০:১১
...
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের সপ্তম দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বানে টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে টরন্টোস্থ শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রস্তুতি পরিষদের আহ্বায়ক সোলায়মান তালুতের (রবিন) সঞ্চালনায় প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক রানা সুলতানা প্রথমে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের সভাপতি সুভাষ দাশ, সাধারণ সম্পাদক মিনারা বেগম ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আজফর সৈয়দ ফেরদৌস উপস্থিত ছিলেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আগামী ৩ ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিতব্য সম্মেলনের গুরুত্ব ও প্রস্তুতি সম্পর্কে সকলকে অবহিত করেন এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। সংগঠনের সভাপতি সুভাষ দাশ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে একটি সফল ও অর্থবহ সম্মেলন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।
এসময় লিখিত বক্তব্যে বলা হয়, আগামী ৩ ডিসেম্বর শনিবার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে সামনে রেখে উদীচী নানান সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করেছে। ইতিমধ্যেই সারা কানাডাব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহের কাজ এগিয়ে চলেছে। আমরা আমাদের এই কাজের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছি সারাদেশের প্রগতিশীল সংস্কৃতিমনা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন ও মানুষদের। সদস্য সংগ্রহের ক্ষেত্রে তরুণ প্রজন্মকে আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি।

করোনাকালীন সময়ে উদীচী অনলাইনে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ও নানান স্বেচ্ছাসেবামূলক কাজে সক্রিয় থেকেছে। কানাডায় বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরা ও সুস্থ বাঙালি সংস্কৃতি চর্চার পাশাপাশি, কানাডায় যত ধরনের প্রগতিশীল আন্দোলন হয়েছে, সবকিছুতেই উদীচী সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। সপ্তম সম্মেলন প্রস্তুতি কমিটি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদ দৃঢ়ভাবে আশা করে, আপনাদের আন্তরিকতা ও সত্যনিষ্ঠ কার্যক্রম আমাদের প্রচার ও প্রসারে সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ