‘আপন আলোয় দেখা ভূবন’ বইয়ের মোড়ক উন্মোচন


প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০৯:১১
...
 
মনসুর আহমেদ চৌধুরী, দৃষ্টি প্রতিবন্ধী একজন মানুষ যিনি নিজের মনের আলোয় দেখেছেন এই পৃথিবী, পথ দেখিয়েছেন সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে নিজেকে উতসর্গ করেছেন বাংলাদেশের প্রতিবন্ধী মানুষের অধিকার আন্দোলনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে। প্রতিবন্ধী মানুষের অধিকার আদায়ের দাবীর মশাল হাতে ঘুরে বেড়িয়েছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তার এই পথ চলা কখনোই সহজ ছিলো না, জীবনের প্রতিটি স্তরে পাড়ি দিয়েছেন পাহাড়সম বাধা, তবু থেমে থাকেননি। আপন শক্তিতে জয় করেছেন সব। তার এই মনের আলোয় দেখা সারাজীবনের সব স্মৃতি কথা লিপিবদ্ধ করেছেন নিজের লেখা আত্নজীবনী “ আপন আলোয় দেখা ভুবন” গ্রন্থে। ১৫ নভেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্রে মনসুর আহমেদ চৌধুরী রচিত তার ৭৩ তম জন্মদিনে, তার আত্মজীবনী ‘আপন আলোয় দেখা ভূবন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হল।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক জনাব কামাল হোসেন। গ্রন্থের উপর আলোচনা এবং লেখকের জীবন আন্দোলনের স্মৃতিচারন করেন খন্দকার জহুরুল আলম, বাংলাদেশের প্রতিবন্ধী নাগরিকের আর্থসামাজিক আন্দোলনে লেখকের সহযোদ্ধা, লেখকের সহপাঠী অধ্যাপক জারিনা রহমান খান,বিশিষ্ট সাহিত্যিক ও লেখকের সতীর্থ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম; বীর মুক্তিযোদ্ধা, শমশের মবিন চৌধুরী বীর বিক্রম, জনাব ইনাম আহমেদ চৌধরী, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং ট্রাস্টি, ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতি হিসাবে বক্তব্য রাখেন সময় প্রকাশনের প্রকাশক এবং সত্বাধিকারী জনাব ফরিদ আহমেদ।

বক্তারা জবাব মনসুর আহমেদ চৌধুরীর লেখা আত্নজীবনী “আপন আলোয় দেখা ভুবন” বইয়ের লেখনীর প্রশংসা করে বলেন এই বইটি যেকোন মানুষের জীবনে পথ চলার অনুপ্রেরণা, সংগ্রামে সাহস এবং কঠিন পথ পাড়ি দেয়ার প্রত্যয় হিসাবে কাজ করবে নিঃসন্দেহে।লেখক বইয়ে তার বাল্যকাল, শৈশব, ছাত্রজীবন ও দীর্ঘ সময়ের কর্ম জীবন নিয়ে আলোচনা করেছেন।

এই বইয়ে মূলত লেখক প্রতিবন্ধী মানুষকে সাহস ও দৃঢ়তার সাথে বাঁধা মোকাবেলা করার বার্তা দিয়েছেন। লেখকের ধারণা বাঁধা মুক্ত, অধিকার ভিক্তিক এবং একীভূত সমাজে প্রত্যেকটি প্রতিবন্ধী ব্যাক্তি প্রথমে মানুষ এবং পরে তার প্রতিবন্ধীতার ধরন বিচার করা উচিত বলে তার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
বিশিষ্ট প্রকাশক ফরিদ আহমেদ অত্যন্ত বলিষ্ঠ ও সাহসের সাথে সময় প্রকাশনা থেকে এই গ্রন্থের প্রকাশনার আয়োজন করেছেন।
 
 
 
 
Like
 
 
 
Comment
 
 

সর্বশেষ