৭ মার্কিনির জন্য মাদুরোর দুই আত্মীয়কে ছাড়ল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ অক্টোবর ২০২২, ১৬:১০
...

ভেনেজুয়েলার ছেড়ে দেওয়া ৭ মার্কিনির মধ্যে তেল কোম্পানি সিটগোর ৫ নির্বাহীও আছেন। ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দুই আত্মীয়ের বিনিময়ে কারাগারে থাকা ৭ মার্কিনিকে মুক্তি দিয়েছে। দুই দেশই এই বন্দি বিনিময়ের খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ভেনেজুয়েলা থেকে ছাড়া পাওয়া ৭ মার্কিনির মধ্যে তেল কোম্পানির ৫ নির্বাহী আছেন। আর ভেনেজুয়েলা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে ‘অন্যায়ভাবে আটক’ ২ নাগরিক মুক্তি পেয়েছেন এবং মানবিক কারণে কারাকাস ৭ মার্কিন নাগরিককে ছেড়ে দিয়েছে। ছাড়া পাওয়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে ভেনেজুয়েলার যুক্তরাষ্ট্রভিত্তিক তেল কোম্পানি সিটগোর নির্বাহীরা ছাড়াও আছেন সাবেক মার্কিন মেরিন সেনা ম্যাথিউ হিথ ও মার্কিন নাগরিক ওসমান খান।

তেল কোম্পানির নির্বাহীরা হলেন- টোমিউ ভাডেল, হোসে লুইস জামব্রানো, আলিরিও জামব্রানো, জর্জ টোলেডো ও হোসে পেরেইরা।কারাকাসে একটি বৈঠকে ডেকে পাঠানোর পর সন্ত্রাসবাদের অভিযোগ এনে ৫ বছর আগে জেলে পাঠানো হয়েছিল তাদের।এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘অন্যায়ভাবে আটক’ থাকা এ মার্কিনিরা দ্রুতই তাদের আত্মীয়দের সঙ্গে একত্রিত হতে পারবেন।এ ৭ জনের বিনিময়ে মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলার ফার্স্ট লেডি স্ত্রী সিলিয়া ফ্লোরেসের দুই আত্মীয় ফ্রাঙ্কু ফ্লোরেস ও এফ্রেইন আন্তোনিও কাম্পো ফ্লোরেসকে ছেড়ে দিতে রাজি হন।

২০১৫ সালে হাইতিতে এ দুজনকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়, পরে তারা মাদক মামলায় দোষী সাব্যস্ত হন।তৃতীয় একটি দেশের বিমানবন্দরে দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময় সম্পন্ন হয় বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাতে চেষ্টা করে এলেও ইউক্রেইন যুদ্ধের কারণে রাশিয়ার তেলের ওপর নির্ভরশীলতা কমাতে ওয়াশিংটনকে এখন কারাকাসের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করতে দেখা যাচ্ছে।

সর্বশেষ